ডায়রিয়ার আতঙ্ক ছড়িয়েছে আরামবাগ শহরের নাওপাড়া এলালায়।জানা যায় ঘটনার সূত্রপাত হয় সোমবার।প্রথমে দু-একজনের মধ্যে লক্ষন দেখা যায়।পর পর বেশ কয়েকজন ডায়রিয়াই আক্রান্ত হয়।তাঁদের মধ্যে কিশোরী ও যুবতী সহ 10-12 জনকে চিকিৎসার জন্য পাঠানো হয় আরামবাগ মেডিক্যালে।ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।স্থানীয়দের দাবি,দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা।অনুমান পৌরসভার দেওয়া পানীয় জল পান করেই প্রকোপ ছড়িয়েছে।চেয়ারম্যান জানিয়েছেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।জল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।