তৃণমূলের আন্দোলনে বৈঁচি স্টেশনে উচ্ছেদ আপাতত স্থগিত, দুমাস পিছাল রেলের সিদ্ধান্ত। আজ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ সূত্রের খবর পান্ডুয়ার বৈঁচি স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গা কেন্দ্র করে প্রায় দেড়শরও বেশি পরিবার বসবাস করে দির্ঘ দিন। সম্প্রতি পূর্ব রেল দপ্তরের পক্ষ থেকে এই বস্তি উচ্ছেদের নোটিশ দেয়। রেল দপ্তরের পক্ষ থেকে বস্তিতে নোটিশ লাগানো হয় ২২ ডিসেম্বর এর মধ্যে বস্তি খালি করে দিতে না হলে ২৩ শে ডিসেম্বর রেলের পক্ষ থেকে সেই বস্তি,,