বামনগাছি সাধারণ মানুষদের একাধিক সমস্যার কথা মাথায় রেখে অবিলম্বে সমস্ত সমস্যার নিষ্পত্তি ঘটাতে প্রতিবাদ ও গণস্বাক্ষর সংগ্রহের ক্যাম্প করেছেন কুলবেড়িয়া মন্ডলগাথি নাগরিক কমিটির সদস্যরা, তাদের অভিযোগ প্রতি বছর বর্ষায় উপযুক্ত জল নিকাশের পথ অর্থাৎ নর্দমার অভাবের কারণে জলমগ্ন হয়ে ওঠে বামনগাছির একাধিক এলাকা চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ তাই অবিলম্বে জল নিকাশের পথ সঠিক করতে হবে, তাছাড়াও বামনগাছি স্টেশন থেকে বামনগাছি চৌমাথা পর্যন্ত রাস্তার দু-পাশ