নলহাটি ১: ডাক্তারের স্টিকার লাগা গাড়ি থেকে প্রচুর পরিমাণ রাজা উদ্ধার করল নলহাটি থানা পুলিশ, গ্রেফতার চারজন পাচারকারী
গাড়িতে ডাক্তারের শিম্বলের স্টিকার। গাড়ির চ্যাসিসের নিচে চেম্বার তৈরী করে অভিনব কায়দায় লুকিয়ে গাঁজার পাচার করেও রক্ষে পেলনা গাঁজা পাচারকারীরা। পাচার করার সময় প্রচুর পরিমানে গাঁজা সহ চার গাঁজা কারবারীকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি চারচাকা গাড়ি। ধৃতদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৯ কেজি গাঁজা। ধৃতদের নাম শরিফুল ইসলাম, আরশাদ আলী, মুস্তাফিজুর রহমান ও হামিদুল ইসলাম। তদন্তে নলহাটি থানা পুলিশ।