চন্দ্রকোনা ২: টোটো আইনের বিরুদ্ধে এবার সরব চন্দ্রকোনা পুর এলাকার টোটো চালকরা।মাইকিং করে ধর্মঘটের ডাক টোটো চালকদের
রাজ্য সরকারের টোটো আইনের বিরুদ্ধে এবার আন্দোলনে সরব পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভা এলাকার টোটো চালকরা।রাজ্য সরকারের পরিবহন দপ্তরের টোটো আইনের বিরুদ্ধে সরব হয়ে টোটো ধর্মঘটের ডাক চন্দ্রকোনা পুর এলাকার টোটো চালকদের।ধর্মঘটের সমর্থনে এবং যাত্রী হয়রানি এড়াতে টোটো ধর্মঘটের জন্য চলছে মাইকিং এবং প্লাকার্ড ছাপিয়ে প্রচার।আজ মঙ্গলবার ও আগামী ২১ শে নভেম্বর শুক্রবার এই দুদিন চন্দ্রকোনা পুর এলাকা জুড়ে টোটো ধর্মঘটে সামিল টোটো চালকরা।