তুফানগঞ্জ ২: অবৈধ ভাবে বালু পাথর পরিবহনের অভিযোগে শালবাড়ি ও বোচামারি এলাকা থেকে ধৃত ২ জন, বাজেয়াপ্ত দুটি ট্রাক্টর
মঙ্গলবার ধৃত দুই ব্যক্তিকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আদালতে পেশ করে পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃত রা হলেন শ্যামল রাভা ও আমজাদ খান।ধৃত দের আদালতে পেশ করলে বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন।