তুফানগঞ্জ ২: পাঁচারের পথে তল্লাশি চালিয়ে ভাঙ্গা পাকড়ি এলাকার নাকা পয়েন্টে উদ্ধার ১৫ টি মোষ, গ্রেপ্তার ২ জন
ঘটনাটি শনিবার ভোরে অসম বাংলা সীমান্তবর্তী ভাঙ্গা পাকরি এলাকার নাকা পয়েন্ট এর ঘটনা। এদিন তল্লাশি চালানোর সময় অসমে প্রবেশের পথে লড়িটিকে আটক করে তল্লাশি চালাতে গিয়ে ১৫টি মোষ উদ্ধার করে পুলিশ এবং চালক ও খালাসী কোনোরূপ বৈধ নথি দেখাতে না পারায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ।