দিনহাটা ২: ধর্ষণনে অভিযোগে পাথরশন এলাকার এক ব্যক্তির ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিনহাটা আদালতের
ধর্ষণনে অভিযোগে পাথরশন এলাকার এক ব্যক্তির ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিনহাটা আদালতের। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিনহাটা আদালত সূত্রে জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানা এলাকার এক মহিলা সাহেবগঞ্জ থানায় একটি ধর্ষনের অভিযোগ দায়ের করেন। সাহেবগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে পাথরশন এলাকার গৌতম বর্মন নামের এক ব্যক্তিকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার করে