মুরারই ২: বোনহা ওবেদিয়া হাই স্কুল মাঠে বোনহা ক্রিকেট উৎসবে পরিচালনায় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করা হল
আজ ৩০ নভেম্বর রবিবার আনুমানিক দুপুরের দিকে। বীরভূম জেলার মুরারই ২ নম্বর ব্লকের অন্তগত রুদ্রনগর অঞ্চলের।বোনহা ওবেদিয়া হাই স্কুল মাঠে।বোনহা ক্রিকেট উৎসবের পরিচালনায় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই ২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সানজিদা খাতুনের প্রতিনিধি তথা বিশিষ্ট সমাজসেবী কাজী রঞ্জু সহ বোনহা ক্রিকেট উৎসব কমিটির সদস্যরা ও বিশিষ্ট জনেরা।