বেআইনি ভাবে ছাদের ওপর যাত্রী নিয়ে যাওয়ার অভিযোগ,বহরমপুরগামী বাস আটকে ছাদ থেকে যাত্রী নামালো রানাঘাট ট্রাফিক পুলিশ। সূত্রের খবর,বৃহস্পতিবার দুপুরে রানাঘাট ট্রাফিক পুলিশ খেয়াল করে বহরমপুরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসের ছাদেও যাত্রী রয়েছে। আর এর পরই রানাঘাট ট্রাফিক পুলিশ ওই বাস কে তাড়া করে দাঁড় করায় ও বাসের ছাদ থেকে যাত্রী নামিয়ে দেয়। প্রসঙ্গত বাসের ছাদে যাত্রী নেওয়া বেআইনি ও বিপদজনক। যদিও পরে বাস কতৃপক্ষ ভুল স্বীকার করেছেন।