পরিযায়ী শ্রমিকদের সমস্যা শুনতে মালদায় আসলেন তৃণমূল সাংসদ তথা তৃণমূলের কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদার জলঙ্গিতে তিনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করেন। সেই সভাতে অংশ নেন মালদার চাচল ১ নং ব্লকের বিনোসবাদের আক্রান্ত ও লাঞ্ছিত পরিচয় শ্রমিক সাজিনুর পারভিন এবং মোক্তার হোসেন। তাদের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর আড়াইটা নাগাদ মধ্যাহ্নভোচনে অংশ নেন তাদের সঙ্গে।