দীর্ঘ দিনের দাবি পূরণ করে ছাতনার খড়বনা-ঘোষের গ্রাম এলাকায় নবনির্মিত কমিউনিটি হলের উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়। জেলা পরিষদের কৃষি, সেচ, সমবায় কর্মাধ্যক্ষ বিশ্বরুপা সেনগুপ্তও উপস্থিত ছিলেন। জেলা পরিষদের উদ্যোগে পঞ্চম অর্থ কমিশনের অর্থে দুমদুমি মৌজায় নির্মিত এই হলটি এখন থেকে স্বল্প খরচে স্থানীয়দের সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য উন্মুক্ত।