সীমান্ত এলাকায় কৃষকের সমস্যা নিয়ে অতিরিক্ত জেলা শাসকের কাছে AIKKMS এর ডেপুটেশন। BSF এর কৃষক বিরোধী কাজকর্মের বিরুদ্ধে সরব হোলো সংগঠন। সোমবার বিকালে সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা দুলাল রাজবংশী বলেন, ইন্দো বাংলাদেশ সীমান্ত এলাকায় কৃষকদের ভুট্টা ফসল BSF দ্বারা নষ্ট করার বিরুদ্ধে আমাদের আন্দোলন। সীমান্ত এলাকায় কৃষকদের যাতায়াতের রাস্তায় সমস্যা তৈরী সহ বিভিন্ন সমস্যা সৃষ্টির বিরুদ্ধে তাদের আন্দোলন।