ফের পুলিশের জালে আরও এক বাংলাদেশি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গুরু পাচার করার উদ্দেশ্য নিয়েই ধৃত বাংলাদেশি অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছিল। ধৃতকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত বাংলাদেশির নাম বিপুল মালি (৩০)। বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার ঘাটনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দাল্লা বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয় ওই যুবককে। জিজ্ঞাসাবাদে জানা যায় ওই যুবক বাংলাদেশি নাগরিক।