নবদ্বীপ: আরাবল্লী বাঁচাও ভবিষ্যৎ বাঁচাও দাবিতে বুড়োশিবতলা থেকে শহরজুড়ে প্রতিবাদ মিছিল পরিবেশ কর্মীদের
Nabadwip, Nadia | Dec 28, 2025 রবিবার দুপুরে আরাবল্লী পর্বতমালা বাঁচানোর দাবিতে বর্ণাঢ্য ট্যাবলো ও প্ল্যাকার্ড সহকারে সাইকেল মিছিলের আয়োজন করে পরিবেশ কর্মীরা,অবৈধ খনন ও নির্মাণ কাজের জন্য ধ্বংসের মুখে আরাবল্লী পর্বত মালা,যার ফলে দিল্লি সহ বেশ কিছু রাজ্যে এর ভয়ংকর প্রভাব পড়বে বলে মত পরিবেশ কর্মীদের,এর ফলে জল,বায়ু ও বাস্তুতন্ত্রে ব্যাপক হারে প্রভাব পড়বে,পরিবেশ কর্মী সুকান্ত মন্ডল বলেন,যেভাবে আরাবল্লী পর্বতমালাকে ধ্বংস করা হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য হারাবে।