ভগবানগোলা থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে চলতে থাকা দীর্ঘদিনের মনোমালিন্যের জেরেই এই চরম সিদ্ধান্ত নেন তিনি। পরিবারের সূত্রে জানা যায়, বাড়িতে থাকা ঘাসনাশক কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই গৃহবধূ। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে কানাপুকুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে রেফার করেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে