মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রদান, ইউনিয়ন রুম খোলা, কলেজে ছাত্র নির্বাচন আয়োজন এবং টেন্ডার সংক্রান্ত দুর্নীতির মতো একাধিক গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ডেপুটেশন দিতে এসে তৃণমূল ছাত্র পরিষদের প্রবল বাধার মুখে পড়ল কংগ্রেসের ছাত্র পরিষদ। সোমবার বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়।