মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত সাজুরমোড় এলাকায় দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য এলাকায়। বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, এদিন সাজুরমোড়ের দিক থেকে জঙ্গিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল দুটিও ডাম্পার। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় দুই ডাম্পারই ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পান উভয় চালক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় সুতি থানার পুলিশ।