মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই মসজিদ তৈরি করার লক্ষ্যে তিন কোটিরও বেশি টাকা অনুদান জমা পড়েছে, এমনটাই দাবি করেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর কথায়, মানুষ নিজে থেকেই এগিয়ে এসে অনুদান দিচ্ছেন। ধর্মীয় ভাবাবেগ থেকে কোনও রাজনৈতিক স্বার্থ ছাড়াই এই কাজ শুরু হয়েছে।