স্বাধীনতা সংগ্রামী ও হলদিয়া বন্দরের রূপকার সতীশচন্দ্র সামন্তের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার হলদিয়ার টাউনশিপ হেলিপ্যাড ময়দানে স্কুল ছাত্রীদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট।আয়োজক সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট।৬টি হাইস্কুলের ছাত্রীদের নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট হয়।উদ্বোধন করেন প্রক্তন ক্রিকেটার ও বিধায়ক অশোক দিন্দা।চ্যাম্পিয়নদের হাতে টফিতুলে দেন রবিবার সন্ধ্যায় প্রক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী,প্রদীপ বিজলী সহ অন্যান্যরা।