কাকদ্বীপ: বিনা লাইসেন্স এর মদ বিক্রয়ের অভিযোগে গ্রেফতার এক চন্দ্রনগর এলাকার ঘটনা আজ আদালতে পেশ করলো
বিনা লাইসেন্সে মদ বিক্রয়ের অভিযোগের গ্রেফতার এক কাকদ্বীপ চন্দ্রনগর এলাকার ঘটনা, পুলিশ সূত্রে জানা গেছে ওই অভিযুক্তকে গতকাল গ্রেফতার করে আবগারি দপ্তরের পুলিশের আধিকারিকরা ওই অভিব্যক্তির কাছ থেকে ১২ লিটার মদ উদ্ধার করে আবগারি দপ্তরের আধিকারিক আজ অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে বিচারক ঐ অভিযোগ থেকে জামিন মঞ্জুর করে।