চন্দ্রকোনা ১: মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল কৃষকের ঘটনা এলাকায় শোকের ছায়া লাহিরিগঞ্জ এলাকায়
মাঠে কাজ করছিলেন। হঠাৎই বজ্রপাত! মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২নং ব্লকের ভগবন্তপুর ১নং গ্রাম পঞ্চায়েতের লাহিরগঞ্জ এলাকার কৃষক লক্ষ্মীন্দর পান (৪২)-এর। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা যায়। ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।