পান্ডুয়ার সরাই জি.এস.এফ প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন সংসদ। আজ বৃহস্পতিবার বৈকাল পাঁচটা নাগাদ সূত্রের খবর এদিন হুগলী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পান্ডুয়ার সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের সরাই gsf প্রাথমিক বিদ্যালয় একটি নবনির্মিত ভবনের দারউদ্ঘাঠন করেন। সংসদের পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ,,