সড়ক দুর্ঘটনায় আহত হলো এক লরি চালক।ঘটনাটি ঘটেছে বুদবুদের কোটা মোড়ের কাছে ১৯নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ঢোকার মুখে।জানা গেছে একটি লরি কলকাতার দিক থেকে আসানসোল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আজ বিকালে ডিভাইডারে ধাক্কা মারে।লরিতে চালক একাই ছিলো বলে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চালক কে উদ্ধার করে।দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের সার্ভিস রোডে ঢোকার মুখে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ লরিটিকে অন্যত্র সরায়।