বিপুল অঙ্কের ব্যবসায়িক ঋণ পরিশোধ না করায় অবশেষে কঠোর পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। শুক্রবার বিকেল চারটে নাগাদ ব্যাংকের পক্ষ থেকে সেখানে গিয়ে সেই চাল কলটিকে সিল করা হয়। এ ঘটনায় ব্যাপক চঞ্চলও ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় ।ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা শাখা এলাহাবাদ ব্যাঙ্ক থেকে ৯ কোটি ৬০ লক্ষ টাকা ব্যবসায়িক ঋণ নেওয়া হয়েছিল বাকি বিহারি এগ্রো টেক প্রাইভেট লিমিটেড নামের একটি চালকলের জন্য।