গোপীবল্লভপুর ১: রাজ্য সরকারের টোটো রেজিষ্ট্রেশন ফি লাগু করার প্রতিবাদে ধর্মঘটে সামিল হল গোপীবল্লভপুর ব্লকের টোটো চালকদের সংগঠন BMS
রাজ্য সরকারের টোটো রেজিস্ট্রেশন ফি লাগু করার প্রতিবাদে ধর্মঘটে সামিল হল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের টোটো চালকদের সংগঠন বিএমএস। সংগঠনের পক্ষ থেকে সোমবার সকাল থেকে গোপীবল্লভপুরের সমস্ত টোটো বন্ধ রাখা হয়েছে। শুধু সংগঠনের পক্ষ থেকে জরুরি পরিষেবার জন্য পাঁচটি টোটো চালু রাখা হয়েছে। পাশাপাশি টোটো ধর্মঘট সফল করার জন্য বিএমএস এর পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজারে মিছিল করা হয়।