বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা মদের বোতলে বিষ মিশিয়ে পান করিয়ে দেওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে,মৃত্যু তিন ব্যক্তির,বাসন্তী থেকে প্রতিক্রিয়া বিজেপি নেতা বিকাশ সরদার। বাসন্তী : দক্ষিণ ২৪ পরগনা মৃত্যু হল তিন ব্যক্তির ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় দঃ২৪ পরগণা জেলার বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ঢুড়ির বাজার এলাকায়, মঙ্গলবার রাত আটটা নাগাদ মৃতদেহ বাড়িতে আসতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজ।