পলাশীপাড়া থানার রানীনগর সর্দারপাড়ায় দুস্থ ও অসহায় মহিলার সাহায্যে এগিয়ে এলো পলাশীপাড়া থানার নতুন ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর মন্ডল। দিন কোয়েক আগেই পলাশীপাড়া থানার দায়িত্বভার গ্রহণ করেছেন ওসি দীপঙ্কর মন্ডল। দায়িত্ব নেয়ার পরেই ওসির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। রবিবার রাণীনগর সর্দার পাড়ায় ওই দুস্থ মহিলার হাতে খাদ্য সামগ্রী সহ শীতবস্ত্র তুলে দেন পলাশীপাড়া থানার ওসি। আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ সেই ছবি উঠে এলো।