রায়না ১: ধারান এলাকায় একদিবসিয় ফুটবল প্রতিযোগিতায় সংবর্ধনা দিল বিধায়িকা খেলোয়ারদের
রায়নার পলাশন এলাকায় ধারান ফুটবল মাঠে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত থাকল বিধায়িকা শম্পা ধারা। তিনি উপস্থিত থেকে প্রত্যেকটি খেলোয়াড়দের সংবর্ধনা জানান। খেলোয়ারদের খেলার প্রতি আগ্রহ পাঠাতে তিনি উপস্থিত হয়ে সাক্ষাৎকার করেন বলে জানা গিয়েছে বিদায় কার কাছ থেকে।