মুচি পাড়ায় আম বাগানের ভিতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুর থানার মুচিপাড়া এলাকার একটি আম বাগানের ভিতর সোমবার সকালে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষজন। পরে স্থানীয়রা শান্তিপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। তবে কি কারনে এই আত্মহত্যা তা ধোঁয়াশায় রয়েছে মৃতের পরিবার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।