দেগঙ্গা: দেগঙ্গার রায়পুরে গ্রিনভিউ পাবলিক স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন
ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অনুষ্ঠিত হল দেগঙ্গা ব্লকের রায়পুরে। আয়োজন করে গ্রিন ভিউ পাবলিক স্কুল। রবিবার বেলা এগারোটা নাগাদ শুরু হয় পরীক্ষা। শেষ হয় ১২:০০ টা নাগাদ। দেগঙ্গা এলাকার বিভিন্ন স্কুল থেকে প্রায় সাড়ে তিনশ ছাত্রছাত্রী পরিক্ষা দিয়েছে। প্রধান শিক্ষক মির জিল্লাদ রহিম বলেন গ্রামের বাচ্চাদের মধ্যে অনেক প্রতিভা আছে। কিন্তু আমরা নির্ধারণ করতে পারছি না। ট্যালেন্ট সার্চ পরীক্ষার মাধ্যমে আমরা ঐসব ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করতে পারব। গ্রিন ভিউ পাবলিক স