গীতা পাঠের অনুষ্ঠান চিকেন প্যাটিস বিক্রি করে হেনস্থা শিকার শেখ রিয়াজুলের বাড়িতে দিপ্সিতা ধর।জানা গেছে,গত7ই ডিসেম্বর ব্রিগেড ময়দানে গীতা পাঠের অনুষ্ঠানে আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল প্যাটিস বিক্রি করছিলেন।চিকেন প্যাটিস বিক্রি করছেন অভিযোগে তুলে কয়েকজন তার উপর চড়াও হয়ে প্যাটিস ফেলে দিয়ে তাকে কান ধরে উঠবোস করানোর পাশাপাশি তাকে হেনস্থা করে।অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলো CPIM।এদিন সেই প্যাটিস বিক্রেতার বাড়িতে আসেন CPIM'র রাজ্য নেত্রী দীপ্সিতা ধর।