গলসি ১: বুদবুদ প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার নিলাম প্রক্রিয়া শুরু হল বুদবুদে
এলাকার ক্রিকেটপ্রেমীদের জন্য আসছে চমক! বুদবুদের মাঠে ফের পর্দা উঠতে চলেছে বুদবুদ প্রিমিয়ার লিগ (BPL)এর মহারণ। ষষ্ঠ বছরে পা দিয়েই আয়োজনের ভার আরও বাড়িয়ে দিয়েছে আয়োজকরা। প্রতিভাবান ক্রিকেটারদের যোগ্য মূল্যায়নের লক্ষ্যে প্রতিবারই আইপিএলের আদলে অনুষ্ঠিত হয় খেলোয়াড়দের নিলাম। বিভিন্ন প্রান্তের উদীয়মান তারোকারা এদিন হাতবদল হন নানা দলের টেবিলে। সেই মতো ১৪০টিরও বেশি খেলোয়াড় নিয়ে রবিবার আয়োজন করা নিলাম প্রক্রিয়ায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে