পুরুলিয়া ২: শ্বশুরবাড়িতে এসে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী জামাই, কোটশীলা থানার উকমা এলাকায় চাঞ্চল্য
সপরিবারে শ্বশুরবাড়িতে এসে গ্রামের একটি কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি । গতকাল ঘটনাটি ঘটেছে কোটশিলা থানার উকমা এলাকাতে । মৃতের নাম বিকাশ কালিন্দী । বাড়ি জয়পুর থানার সিধী এলাকাতে । আজকে দেহটির পুরুলিয়া মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করানো হয় ।