খড়গপুর শহরের অদূরে দলছুট দাঁতাল হাতির উপস্থিতি নিয়ে রীতিমতো তটস্থ পরিস্থিতি কাটলো হিজলি রেঞ্জ এর বনকর্তাদের। বুধবার ভোরে বেলদা রেঞ্জ এলাকা থেকে দলছুট দাঁতালহাতি প্রবেশ করেছিল হিজলি তে। খড়গপুর শহর থেকে ৪ কিলোমিটার দূরত্বে সেই হাতির উপস্থিতি নিয়ে সতর্ক ছিল বনদপ্তর। সন্ধ্যা ছটা পর্যন্ত সেই হাতি ঘোরাফেরা করেছে প্রেম বাজার সংলগ্ন রাস্তার আশেপাশে।