গাজোল: ১টি পাথর বোঝাই ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বিপত্তি ঘটে মশাল দিঘী ১২নং জাতীয় সড়ক এলাকায়,আহত হয় গাড়ি চালক
Gazole, Maldah | Dec 2, 2025 ১ টি পাথর বোঝাই ডাম্পার উল্টে বিপত্তি ঘটে ১২ নং জাতীয় সড়কে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ ও ছুটে আসে গাজোল হাইওয়ে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজার আধিকারিকরা। তারা আহত গাড়ির ড্রাইভার ও খালাসী কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। ঘটনাটি ঘটে গাজোলের মশাল দিঘি ১২ নং জাতীয় সড়ক এলাকায়।এদিন মঙ্গলবার বেলা দশটা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ১টি পণ্যবাহী পাথর বোঝাই ডাম্পার গাড়ি গাজোলের দিক থেকে রায়গঞ