কালনা ১: কালনা পৌরসভার প্রাক্তন পৌরপতির ফের দাদাগিরি! ভিডিও ভাইরাল, পোল বসানোকে কেন্দ্র করে হাতাহাতি, ব্যাপক উত্তেজনা
কালনার প্রাক্তন পৌরপতির ফের দাদাগিরি! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রিকের পোল পোতাকে কেন্দ্র করে কালনার লালবাগান এলাকায় এদিন শনিবার সকালে সরস্বতী পুজো কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কালনা পৌরসভার প্রাক্তন পৌরপতি আনন্দ দত্ত। কালনার বিখ্যাত সরস্বতী পুজো উপলক্ষে হওয়া শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, ইলেকট্রিকের পোলের তার গুলিকে রাস্তার ধার থেকে সরানোর কাজ চলছিল।