মুরারই ২: কাঠিয়া ও মুগলিসপুরে কৃষি দপ্তরের তরফে ধানের জমি বিশেষ পরিদর্শন করা হল
আজ ২৫ নম্বর মঙ্গলবার আনুমানিক দুপুরের দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত কাঠিয়া ও মুগলিসপুরে কৃষি দপ্তরের তরফে ধানের জমি বিশেষ পরিদর্শন করা হল। কাঠিয়া ও মুগলিসপুর মাঠের ধানের জমিতে পোকার আক্রমণে ধানের ক্ষয়ক্ষতি কি পরিমান হয়েছে তা খতিয়ে দেখলেন মুরারই ২ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সিম্পি রায় ও মুরারই ২ ব্লকের কৃষি আধিকারিকরা। সেই ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়।