চারচাকা গাড়ির ধাক্কায় গরুতর জখম ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েত প্রধান। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেল সাড়ে চারটা নাগাদ পুরুলিয়া বরাবাজার সড়কের বামুনডিহা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিকট। জানা যায়, বরাবাজার ব্লকের ভাগাবান গ্রাম পঞ্চায়েত প্রধান আলপনা মাঝি সরেন বরাবাজার থেকে কাজ সেরে বাড়ি ফিরছিল স্কুটির গাড়িতে। সেই সময় বামুন্দিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিকট সজোরে ধাক্কা মারে একটি চার চাকা গাড়ি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রধান।