SIR শুনোনির জন্য রতুয়া ১ ব্লক প্রশাসনিক দপ্তরে এসে চরম হয়রানির অভিযোগ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ হচ্ছে না এতে ক্ষিপ্ত হল স্থানীয়রা। তুমুল ক্ষোভ বিক্ষোভে সামিল হতেই পরিস্থিতির সামাল দিতে তড়িঘড়ি পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ কর্মীরা পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করলেও তাদের সাথে ধস্তাধস্তি বেঁধে যায়। ক্রমাগত পরিস্থিতি খারাপ হতে থাকে। অভিযোগ হিয়ারিং এর জন্য এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপরও কাজ হচ্ছে না আর তাতেই ক্ষোভ।