আবারো কুমির আতঙ্ক রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর অঞ্চলের মোহাম্মদ নগর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় গতকাল দুপুরে দুটি মহিলা বাগানে জ্বালানি কাঠ আনার সময় দেখতে পায় পুকুর পাড়ে একটি কুমির বসে রোদ পোহাচ্ছে হঠাৎই ওই মহিলাদের পায়ের আওয়াজ পেয়ে কমিটি পাশে থাকা পুকুরে নেমে যায় তৎক্ষণাৎ ওই মহিলারা গ্রামে এসে গ্রামবাসীদের জানান সাথে সাথে বনকর্মী দল এসে ওই কুমিরটাকে ধরার চেষ্টা করলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় আর কুমির টাকে ধরা যায়নি আজ