করণদিঘি: ডালখলা থানার পূর্ণিয়া মোড় থেকে তেলতা যাওয়ার পথে চালক কে জঙ্গলে ফেলে টোটো নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা
ডালখলা থানার পূর্ণিয়া মোড় থেকে তেলতা যাওয়ার পথে চালক কে জঙ্গলে ফেলে টোটো নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা , ঘটনাটি ঘটেছে গত শুক্রবার জানা গেছে ডালখলা থানার শিমুলিয়া গ্রামের টোটো চালক টোটো নিয়ে পূর্ণিয়া মোড়ে ছিল সেই সময় দুই জন দুষ্কৃতী তেলতা যাবো বলে তার টোটো তে বসে সেখানে যাওয়ার পথে ফাঁকা রাস্তায় তাকে নেশা খাওয়ায় জঙ্গলে ফেলে দেয় এবং টোটো নিয়ে চম্পট দেয় , স্থানীয়দের চোখে পড়লে টোটো চালক কে উদ্ধার করে বিহারের তেলতা হাসপাতালে ভর্তি করায়