রায়গঞ্জ পুলিশ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হয়েছেন সোনওয়ানে কুলদীপ সুরেশ। চলিতি সপ্তাহে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথম ইটাহার থানা পরিদর্শনে আসেন তিনি। এদিন বিকেলে থানা প্রাঙ্গণে প্রবেশ করার পর তিনি থানা চত্বর ঘুরে দেখেন। পাশাপাশি প্রশাসনিক সমস্ত বিষয় খতিয়ে দেখেন। এরপর তিনি IC-র চেম্বারে বেশ কিছুক্ষণ ইটাহার ব্লকের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন SDPO নিলেশ শ্রীকান্ত গাইকোয়ার ও নবনিযুক্ত IC গৌতম চৌধুরীর সঙ্গে।