মঙ্গলবার সকালে পৌর ভবনে পৌরপতি বিমান কৃষ্ণ সাহার উপস্থিতিতে ৬ ও ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নরোত্তম সাহা রায়কে মাল্যদানের মধ্যে দিয়ে শেষ শ্রদ্ধা জানান সমস্ত কাউন্সিলরগণ,সূত্রের খবর প্রাচীন মায়াপুরের বাসিন্দা নরোত্তম সাহা রায় ২০১০ সালে ৬ ও ১৫ সালে ২১ নং ওয়ার্ডে দায়িত্বের সঙ্গে কাউন্সিলরের পদ সামলে ছিলেন,সোমবার রাতে অসুস্থ হওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে,আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়,প্রাক্তন কাউন্সিলরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।