এক মহিলাকে ধারালো অস্ত্রের কোপের অভিযোগে খরখরিয়া এলাকার এক ব্যক্তির জেল হেফাজত জানালেন এপিপি শুভব্রত বর্মন। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দিনহাটা আদালতের আইনজীবী এপিপি শুভব্রত বর্মন জানান, খরখরিয়া এলাকার এক মহিলা গত ১৬ ডিসেম্বর ২০২৫ দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ খরখরিয়া এলাকার সুজিত বর্মন নামের এক ব্যক্তি তার বাড়িতে ঢুকে তাকে