সাধারণ মানুষের যাতায়াতের জন্য যেকোনো ধরনের যানবাহনের অপেক্ষায় বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালায় একমাত্র ভরসা।কিন্তু সেই যাত্রী প্রতীক্ষালয়ই এখন হয়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস। লাভপুরের বিপ্রটিকুরী বাসস্ট্যান্ড ও তাঁতবান্দী বাসস্ট্যান্ড এলাকা থেকে এমনই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়। পরে তা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। এমনকি এ নিয়ে লাভপুরে বিডিওর কাছে বিজেপি লিখিত অভিযোগ দায়ের করে।বিজেপির দাবি, আগেই তাঁতবান্দির প্রতীক্ষালয় টি।