শহিদ মাতঙ্গিনী: SIR হলে বাংলা থেকে ১ কোটি নামের তালিকা বাতিল হবে বললেন শহীদ মাতঙ্গিনী ব্লক বল্লকে রাজ্যের বিরোধীতা শুভেন্দু অধিকারী
SIR হলে বাংলা থেকে ১ কোটি নামের তালিকা বাতিল হবে বললেন বিরোধীতা শুভেন্দু অধিকারী। শহীদ মাতঙ্গিনী ব্লক বল্লকে বিরোধীদলতার শুভেন্দু অধিকারী এক কর্মী বাড়িতে উপস্থিত হয়েছিলেন বুধবার বিকেলে। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই রাজ্যে এস আই আর হলে এক কোটি নাম বাতিল যাবে এটা হওয়া দরকার। আগামী বৃহস্পতিবার কোলাঘাটে তিন জেলাকে নিয়ে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দলের বৈঠক SIR নিয়ে।সেই প্রসঙ্গে তিনি বলেন এই বাংলাও SIR হলে এক কোটি নামের তালিকা বাতিল হবে।