পাওনা টাকা চাইতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষ,আহত একপক্ষের চারজন। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে, আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনাটি ঘটেছে উত্তরদিনাজপুরের ইসলামপুরের চম্পাবাগ এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তরা মারধোরের ঘটনা অস্বীকার করেছেন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।