চন্দ্রকোনা ১: রামজীবনপুর এর তাঁত শিল্প তে কি পরিস্থিতি তা ঘুরে দেখলেন ঘাটাল মহকুমা শাসক
বহু প্রাচীন তাঁত শিল্প রামজীবনপুর এলাকায় তাঁত শিল্পীরা সেই তাঁত শিল্প থেকে তাঁতের শাড়ি ছেড়ে এখন সিল্কের সারিতে নিজেদেরকে নিযুক্ত করেছেন তার কারণ অনেকটাই গ্রহণযোগ্যতা কমছে আধুনিক যুগে তাঁতের শাড়ির, সিল্কের শাড়িতে এখন দিনদাপন করছে এই সমস্ত শিল্পীরা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘুরে দেখলেন এবং শিল্পীদের সাথে কথোপকথন করলেন তাদের জীবনযাপন নিয়ে জিজ্ঞাসাব