মাথাভাঙা ১: মাথাভাঙ্গা বড় চৌকিয়াছড়া এলাকায় জমির বিভাগকে কেন্দ্র করে চারজন গুরুতর আহত
মাথাভাঙ্গা,মাথাভাঙ্গা দুই ব্লকের নিশিগঞ্জ বড়ো চকিয়ার ছড়া এলাকায় জমি নিয়ে সরিকি বিবাদ মারধরে আহত তিনজন মহিলা ও একজন পুরুষ। শুক্রবার সকাল 11 টা নাগাদ আহতরা চিকিৎসাধীন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে।আহতরা বলেন ৯ বিঘা জমি নিয়ে প্রায় ১ বছর ধরে ঝামেলা চলছে।প্রশাসনের পক্ষ থেকে ওই জমিতে চাষ আবাদ করতে নিষেধ করা হয়েছে অভিযোগ তাদের আত্মীয়রা সেই বাধাকে অমান্য করে জমিতে হাল চাষ করতে গেলে তারা বাধা দান করলে লাঠি সোটা নিয়ে তাদের উপর আক্রমণ চালায় ।